অটো শ্লুটার | Otto Schluter (1872-1952)
June 3, 2020
অটো শ্লুটার [Otto Schluter] একজন জার্মান নাগরিক ছিলেন। তিনি পেশায় একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তিনি ১৮৭২ সালে জন্মগ্রহণ এবং ১৯৫২ সালে মৃত্যুবরণ করেন। তাঁর মতে, ভূগোলের উচিত ‘দৃশ্যমান ভূচিত্র’ নিয়ে সমীক্ষা করা। তিনি সাংস্কৃতিক ভূদৃশ্য (cultural landscape) এবং প্রাকৃতিক ভূদৃশ্যের (natural landscape) মধ্যে পার্থক্য নিরূপণ করা কঠিন বলে মনে করতেন। অটো শ্লুটারের মতে, মানবীয় ভূগোলের (human geography) আলোকপাত হবে ভূদৃশ্যে মানুষের কাজের ব্যাখ্যা। এরূপ ভাবে ভূগোলের আধেয় ও উদ্দেশ্য নিয়ে হেটনারের সাথে শ্লুটারের তীব্র মতবিরোধ হয়েছিল। জানা যায় যে, জার্মানির ভূগোল চিন্তা উপরে এ মতবিরোধ ও বিতর্কের সুদূরপ্রসারী প্রভাব পড়েছিল।