অতি বড় ঘরামি ন পায় ঘর – অতি বড় সোন্দরী ন পায় বর।
“অতি বড় ঘরামি ন পায় ঘর – অতি বড় সোন্দরী ন পায় বর” – আবহমান বাংলার অন্যতম আঞ্চলিক প্রবাদ (proverb)। বাংলাদেশের নোয়াখালী জেলাসহ কতিপয় জেলাতে এ প্রবাদটির উচ্চারণ হল “অতি বড় ঘরামি ন পায় ঘর – অতি বড় সোন্দরী ন পায় বর”। আবার সিলেট অঞ্চলে “অতি বড় ঘরনি না পায় ঘর – অতি বড় সুন্দরী না পায় বর” অথবা “অতি চতু-রর ভাত নাই – অতি সুন্দরীর ভাতার নাই” বলা হয়।
তাৎপর্য: “অতি বড় ঘরামি ন পায় ঘর – অতি বড় সোন্দরী ন পায় বর” – এর মূল শিক্ষা হল – যোগ্য লোকজন অনেক সময় উপযুক্ত কাজ, মর্যাদা বা স্থান পায় না। ঘরবাড়ি তৈরি করার নিপুণ কারিগরের (ঘরামি) প্রায় সময় যেমন মাথা গোঁজার সংস্থান হয় না, তেমনি অনেক সময় খুবই সুন্দর রমণী যোগ্য স্বামী পায় না। আবার কখনও কখনও দেখা যায় সুন্দর রমণী সংসারে সুখী হয় না। সুতরাং ভাগ্যের লিখন বুঝাতে লোকজন কথায় কথায় এ প্রবাদটি বলে থাকেন। [মো: শাহীন আলম]
ভালো লাগলো প্রবাদটি।