অতি বালা নয় গণ পিরীতি – অতি বালা নয় রূপ…
March 15, 2023
“অতি বালা নয় গণ পিরীতি – অতি বালা নয় রূপ – অতি বালা নয় মাতাবুলি – অতি বালা নয় চুপ” – আবহমান বাংলার অন্যতম আঞ্চলিক প্রবাদ (proverb)। বাংলাদেশের নোয়াখালী জেলাসহ কতিপয় জেলাতে এ প্রবাদটির উচ্চারণ হল “অতি বালা নয় গণ পিরীতি – অতি বালা নয় রূপ – অতি বালা নয় মাতাবুলি – অতি বালা নয় চুপ”। আবার সিলেট অঞ্চলে “অতি তিতা টক ঝাল – ই তিন মানুষর কাল” বলা হয়।
তাৎপর্য: “অতি বালা নয় গণ পিরীতি – অতি বালা নয় রূপ – অতি বালা নয় মাতাবুলি – অতি বালা নয় চুপ” – এর মূল শিক্ষা হল – মাত্রাতিরিক্ত কোন কিছুই ভাল নয় (anything in excess is not good)। বাড়াবাড়ি রকমের প্রেম, অধিক সুন্দর রূপ, অধিক কথা বলা (বাচালতা) এবং অতিরিক্ত চুপচাপ থাকা – এ সবই মানুষের জীবনের জন্য ভাল নয়। এ সব কখনও কখনও মানুষের জীবনে বিপর্যয় ডেকে আনতে পারে। [মো: শাহীন আলম]