অনাহারী ভিক্ষুক – স্বরচিত কবিতা

হে ভূমি মোর,
তোমারে ভালোবাইসা মাতা-পিতা যে মোর
হইয়াছে দিশেহারা,
তোমার বক্ষে আইসা আমি হইয়াছি মাতৃহারা।।
ক্ষুধায় আমার উদর খানিতে করিতেছে অগাধ জ্বালা,
অনাহারে ভুগিতেছি আজকে দুইটি বেলা।
গেলেম আগে মুদি ঘরে,
চাইলেম দুই খান কড়ি,
কহিল…. মোরে –
ব্যবসা খারাপ, করিসনা বাড়াবাড়ি।
দূর দূর করিয়া তাড়াইয়া দিল
পাইনি সেথা কিছু,
ক্ষুধার ছায়া তখনও ছাড়িল না মোর পিছু।
বেলা হইলো ঢের
সূর্য ডুবু ডুবু …
বাটি খানা নিয়া বসিয়া আছি-
পাইনি তখনও কিছু।।
ক্ষুধায় তখনও ভীষণ কাতর
খেলেম খানিক পানি,
গোটা বেলা কাটিয়া গেল
পাইনি কানাকড়ি ।।
উদর ভোগেতে এখন বুঝি
পটল তুলিতে যাই..
হে প্রভু মোর……
তোমার ভুবনে কী-
মোদের ঠাই নাই? [ইশরাত জাহান মিম]

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *