অপসারণ | Transportation
February 21, 2021
অপসারণ বলতে আভিধানিক অর্থে কোন কিছু স্থানান্তরিতকরণ বা বিতাড়ন বা সরানো’কে বুঝায়। ভূমিরূপ বিজ্ঞানে (geomorphology) ক্ষয়প্রাপ্ত শিলাসমূহ এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হওয়াকে অপসারণ (transportation) বলে। অর্থাৎ বিভিন্ন প্রাকৃতিক শক্তি; যেমন – বায়ু, নদী, হিমবাহ প্রভৃতি দ্বারা ক্ষয়প্রাপ্ত শিলা এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয়ে থাকে, যাকে ভূমিরূপ বিজ্ঞানে অপসারণ হিসেবে সংজ্ঞায়িত করা হয়।[সংকলিত ]