অম্ল বৃষ্টি | Acid Rain
December 26, 2019
অম্ল বৃষ্টি [Acid Rain]: শুষ্ক অঞ্চলের উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর শিল্প কারখানা থেকে কার্বন ডাই অক্সাইড (CO2) এবং সালফার ডাই অক্সাইড (SO2) ব্যাপক হারে বায়ুমন্ডলে নির্গত হয়। আর সে সব অঞ্চলের দেশগুলোতে বেশি বৃষ্টিপাত হলে সে বৃষ্টির পানির সাথে ঐ দু’টি গ্যাস দ্রবীভূত হয়ে অম্ল (acid) উৎপন্ন হয়। সে অম্ল (acid), বৃষ্টির আকারে বর্ষিত হলে তাকে অম্ল বৃষ্টি (acid rain) বলে। এ ধরনের অম্ল বৃষ্টি প্রাকৃতিক পরিবেশ ও জনপদের ব্যাপক ক্ষতি সাধন করে থাকে। [সংকলিত]