অশ্বখুরাকৃতির হ্রদ | Ox-bow Lake
July 2, 2020
অশ্বখুরাকৃতির হৃদ [Ox-bow Lake] বলতে সর্পিল নদীর (meandering river) পাশে সৃষ্ট প্রায় বৃত্তাকার বা অশ্বের খুরের আকৃতির জলাশয়কে বুঝায়। সাধারণত সর্পিল নদী পথের মাঝে অশ্বখুরাকৃতির হ্রদের সৃষ্টি হয়। অর্থাৎ আঁকাবাঁকাভাবে প্রবাহিত সর্পিল নদীর কোন স্থানের বক্রতা ক্রমে বৃত্তের আকৃতির হয়। আর সেখানেই নদী বৃত্তাংশটি পরিত্যাগ করে সোজা পথে অগ্রসর হতে থাকে। এরূপ পরিস্থিতিতে বৃত্তাংশটি ক্রমে আবদ্ধ হয়ে একটি হ্রদে (lake) পরিণত হয়। তখন এর আকৃতি অশ্বের খুরের মত দেখা যায়। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশের নদী পথের পাশে অশ্বখুরাকৃতির হৃদ দেখা যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীতে সৃষ্ট এ ধরনের হ্রদ Bayous নামে সুপরিচিত।