অ্যাল-নিনো | El-Nino
অ্যাল-নিনো [El Nino] হল বিষুবীয় বা নিরক্ষীয় উষ্ণ স্রোতের দ্বারা আকস্মিকভাবে প্রভাবিত হয়ে দক্ষিণ আমেরিকার উপকূলীয় অঞ্চল দিয়ে প্রবাহিত বিশেষ সমুদ্রস্রোত। অর্থাৎ বিষুবীয় বা নিরক্ষীয় অঞ্চলে স্বাভাবিক সমুদ্র স্রোতের বিপরীতে এবং আকস্মিকভাবে আগত উষ্ণ স্রোতের পানি দক্ষিণ আমেরিকার দেশ পেরুর উপকূলীয় অঞ্চল দিয়ে প্রবাহিত হয়। প্রবাহিত এ স্রোত দক্ষিণ আমেরিকার উপকূলীয় অঞ্চলের শীতল সমুদ্র স্রোতের বৈশিষ্ট্য পরিবর্তন করে দেয়। এ ধরনের পরিবর্তন প্রায় প্রতি ৭ থেকে ১৪ বছরের মধ্যে ঘুরে-ফিরে পরিলক্ষিত হয়। নিরক্ষীয় অঞ্চল থেকে দক্ষিণ-পশ্চিম বাণিজ্য বায়ু এ অঞ্চলে প্রবাহিত হলে সমুদ্রের পানিতে উষ্ণতা তখন প্রায় ১০ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত বেড়ে যায়। যার ফলে, দক্ষিণ আমেরিকার গোটা অঞ্চল জুড়ে জলবায়ুতে এক ধরনের অস্থিরতা বিরাজ করে। তখন এ অঞ্চলে ব্যাপক খারাপ প্রভাব পড়ে। সমুদ্রের পানির উষ্ণতা বাড়ার কারণে সামুদ্রিক প্ল্যাংকটন (plankton) কমে যায়। ফলে স্থানীয় সামুদ্রিক মাছের খাদ্যের অভাব দেখা দেয়। খাদ্য অভাবের কারণে সামুদ্রিক মাছের সংখ্যা এতদ অঞ্চলে ব্যাপকভাবে হৃাস পায়। দক্ষিণ আমেরিকার উপকূলীয় অঞ্চল এবং তৎসংলগ্ন অঞ্চল বা দেশসমূহ জুড়ে প্রকৃতির এ অস্বাভাবিক আচরণকে অ্যাল নিনো বলা হয়ে থাকে। অ্যাল-নিনো আবার পেরু স্রোত বা হামবোল্ড স্রোত নামেও সমধিক পরিচিত। [সংকলিত]