আঞ্চলিক বিজ্ঞান
July 30, 2020
আঞ্চলিক বিজ্ঞান [Regional Science] বলতে অর্থনীতি, ভূগোল এবং পরিকল্পনা -এ তিনটি বিষয়ের সহযোগে গঠিত একটি রীতিবদ্ধ শাস্ত্রকে বুঝায়। এ রীতিবদ্ধ শাস্ত্রটির উদ্দেশ্য হল আঞ্চলিক সমস্যা এবং অর্থনীতির তাত্ত্বিক ও সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ এবং আঞ্চলিক তত্ত্ব নির্মাণ। আমেরিকার পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে ১৯৫৮ সালে সর্বপ্রথম আঞ্চলিক বিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠিত হয়। এ আঞ্চলিক বিজ্ঞান বিভাগটি প্রতিষ্ঠায় আমেরিকান অর্থনীতিবিদ ওয়াল্টার ইসার্ড [Walter Isard] গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বর্তমান বিশ্বের বিভিন্ন দেশে বিশ্ববিদ্যালয়সমূহে আঞ্চলিক বিজ্ঞান নিয়ে অধ্যায়ন করা হয়। [সংকলিত]