আদর্শ সংস্কৃতি | Ideal Culture
আদর্শ সংস্কৃতি [Ideal Culture] হল বাস্তবে অস্তিত্ব নেই কিংবা পালিত হয় না, অথচ যে সব আচরণ বাঞ্ছনীয় বলে স্বীকৃত। অর্থাৎ আদর্শ সংস্কৃতি হল সংস্কৃতির স্বতন্ত্র উপলব্ধিগুলোর মধ্যে একটি ধারণা এবং যা আদর্শ, মান এবং নীতি নিয়ে গঠিত। এটি হল একটি সংস্কৃতির আদর্শবাদী, অবাস্তবানুগ উপলব্ধি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আদর্শ। আদর্শ সংস্কৃতির মূল্যবোধ হল অবিচলিত এবং নিখুঁত, যখন প্রকৃত সংস্কৃতিতে সমাজের নিয়ম এবং নৈতিকতার ব্যতিক্রম হয়। একটি আদর্শ সাংস্কৃতিক মূল্যবোধের উদাহরণ হল রোমান্টিক প্রেমের উপর ভিত্তি করে বিবাহ এবং এক বিবাহের ধারণা। আদর্শ সংস্কৃতিতে বিবাহ চিরকালই থাকে।
উল্লেখ্য যে, ইংরেজি ভাষায় সংস্কৃতি’র প্রতিশব্দ হিসেবে কালচার (culture) শব্দটি ব্যবহৃত হয়। যার অর্থ কর্ষণ করা। কৃষক তার জমিতে চাষবাদ বা কর্ষণের মাধ্যমে যেমনি ফসল উৎপাদনের উপযুক্ত করে, তেমনি মানুষ উত্তম আচার-আচরণের অনুশীলনের মাধ্যমে সংস্কৃতিবান হয়। এককথায় উন্নত, মার্জিত ও পরিশীলিত জীবনের আচার-আচরণকে সংস্কৃতি বলে। [সংকলিত]