আনুভূমিক ব্যবধান | Horizontal Equivalent
November 12, 2020
আনুভূমিক ব্যবধান [Horizontal Equivalent] হল কোন একটি মানচিত্রে দু’টো সমোন্নতি রেখার মধ্যবর্তী আনুভূমিক দূরত্ব। আনুভূমিক ব্যবধানকে সংক্ষেপে H.E. বা HE রূপে প্রকাশ করা হয়। খাড়া ঢালবিশিষ্ট অঞ্চলে দু’টো সমোন্নতি রেখার মধ্যবর্তী আনুভূমিক ব্যবধান খুবই কম। তির্যক ঢালে (oblique slope) আনুভূমিক ব্যবধান তুলনামূলক বেশি বা মাঝারী মানের থাকে, কিন্তু সমতল ভূ-ভাগে (plain land) আনুভূমিক ব্যবধান অনেক বেশি থাকে। [সংকলিত]
What is Horizontal Equivalent ?