আন্তর্জাতিক তারিখ রেখা | International Date Line
আন্তর্জাতিক তারিখ রেখা [International Date Line] হল প্রশান্ত মহাসাগরের উপর ১৮০ ডিগ্রী বরাবর কল্পিত মধ্যরেখা। এ রেখাটি অতিক্রম করে পশ্চিম দিকে গমন করলে ১ দিন যোগ করে এবং পূর্বদিকে গমন করলে ১ দিন বিয়োগ করে তারিখ গণনা করা হয়। প্রকৃতপক্ষে গাণিতিক সমস্যা সমাধানের জন্য আন্তর্জাতিক তারিখ রেখার উদ্ভব হয়েছে। যেমন- প্রতি ১৫ ডিগ্রী দ্রাঘিমা অন্তর ৬০ মিনিট বা ১ ঘন্টা সময়ের পার্থক্য হয়। তাত্ত্বিক বিবেচনায়, ১৮০ ডিগ্রী পূর্ব দ্রাঘিমা থেকে ১৮০ ডিগ্রী পশ্চিম দ্রাঘিমা পর্যন্ত সময়ের পার্থক্য হল ২৪ ঘন্টা। অর্থাৎ ১৮০ ডিগ্রী পূর্ব দ্রাঘিমায় যখন দিন ১২.০০টা, ঠিক তখন ১৮০ ডিগ্রী পশ্চিম দ্রাঘিমায় রাত ১২.০০টা হওয়ার কথা। পৃথিবীপৃষ্ঠ সমতল থাকলে এমনটি হওয়ার কথা ছিল। কিন্তু পৃথিবী গোলাকার হওয়ায় ১৮০ ডিগ্রী পশ্চিম ও পূর্ব দ্রাঘিমা কার্যত একই মধ্যরেখা মাত্র। একই সময়ে একই স্থানে দিন ও রাত হতে পারে না। সূতরাং এ সমস্যা সমাধানের জন্য আন্তর্জাতিক তারিখ রেখার [International Date Line] নিয়ম চালু করা হয়। উল্লেখ্য যে, ১৮০ ডিগ্রী মূল মধ্যরেখাটি সরলরেখা। তবে এ ১৮০ ডিগ্রী মূল মধ্যরেখা বরাবর আন্তর্জাতিক তারিখ রেখাটি স্থানে স্থানে আঁকাবাঁকা করে কল্পনা করা হয়েছে। ১৮০ ডিগ্রী মধ্যরেখা বরাবর অবস্থিত স্থলভাগসমূহকে বর্জন করে কেবল সমুদ্রের উপর তারিখ রেখাটি স্থানান্তরিত করা হয়েছে বলেই এমন আঁকাবাঁকা হয়েছে। স্থলভাগের উপর এ তারিখ রেখাটি কল্পনা করা হলে, একই স্থানে দুই রকম তারিখ ও বার (দিন) হওয়ার সম্ভাবনা ছিল। [মো: শাহীন আলম]
সহায়িকা:
১. বাকী, আবদুল, ভুবনকোষ, ২০১৩, সুজনেষু প্রকাশনী, বাংলাবাজার, ঢাকা।
২. International Date Line