আপেক্ষিক দারিদ্র্য | Relative Poverty
December 27, 2020
আপেক্ষিক দারিদ্র্য [Relative Poverty] বলতে তুলনামূলক বিচারে সম্পদের বা আয়ের পরিমাণ কম থাকাকে বুঝায়। দারিদ্র্যকে সাধারণত আপেক্ষিক অর্থেই সংজ্ঞায়িত করা হয়। এর মানে হল কোন কিছুর সাপেক্ষে বা তুলনায় দারিদ্র্যকে বিচার করা হয়। অর্থাৎ সম্পদের বা আয়ের বন্টনগত বৈষম্যের ভিত্তিতে যখন দারিদ্র্যকে সংজ্ঞায়িত করা হয়, তখন তাকে আপেক্ষিক দারিদ্র্য বলা যায়। উদাহরণস্বরূপ- ধনী বা গরীব দেশ বা শ্রেণি প্রভৃতি। অনুন্নত দেশসমূহকে গরীব বা দরিদ্র ধরা হয়, কারণ হল এসব দেশসমূহে উন্নত দেশের তুলনায় মাথাপিছু আয় কম থাকে। [সংকলিত]