আমেরিকা আবিষ্কার করেছিলেন মুসলমানরাই (চতুর্থ পর্ব)
ডাক্তার মারওয়া এর মতে, জাওয়ান হানী স্পেনে ব্যাপক ব্যবহৃত আরবি শব্দ ইখ ওয়ান হানী এর পরিবর্তিত রূপ। এ থেকে গবেষকগণ ধারণা করেন যে সম্ভবত সে দ্বীপটি কলম্বাসের পূর্বে মুসলমান আবিষ্কার করেছিল। কলম্বাস তার ডায়রিতে আরো লিখেছেন তিনি ১৪৯২ খ্রিস্টাব্দের অক্টোবর মাসের কোন একদিন যখন জাহাজে করে কিউবার উত্তর-পূর্ব সৈকত এর নিকট যাচ্ছিলেন তিনি সুরম্য এক পর্বত শৃঙ্গের একটি মসজিদ দেখেছিলেন। এছাড়া আরো একটি বিষয় হল যে সকল পণ্ডিতগণ ভাষার উৎপত্তি নিয়ে গবেষণা করেন সেইসব ভাষাতত্ত্ববিদ আমেরিকার প্রাচীন অধিবাসী রেড ইন্ডিয়ানদের ভাষার মধ্যে কতিপয় আরবি শব্দের সন্ধান পেয়েছেন। এই শব্দগুলো কলম্বাসের আমেরিকা আবিষ্কারের অনেক আগ থেকেই প্রচলিত ছিল। এছাড়া দক্ষিণ আফ্রিকার উইট ওয়াটার স্ট্যান্ড বিশ্ববিদ্যালয়ের social anthropology এর একজন অধ্যাপক Dr. Jeffery ১৯৫২ সালে প্রকাশ করেন যে কলম্বাসের বহু পূর্বেই মুসলমানরা আমেরিকা পৌঁছেছিল। মুসলমানদের লিখিত দলিল পত্র পুড়িয়ে মুসলিমদের প্রায় ৯০০ বছরের কার্যকলাপ নিশ্চিহ্ন করতে চাইলেও ভাগ্যক্রমে এসবের কিছু কিছু রক্ষা পায় এবং আর কিছু কিছু বর্তমান অধ্যাপক গিয়াস এর মতে আল ইদ্রিসি তৃতীয় ইকলিমের বর্ণনা হতে মনে হয় যে, মুসলিমরা ওয়েস্ট ইন্ডিজ দ্বীপপুঞ্জ এবং আমেরিকার কথা হয়ত জানতেন।
এছাড়া কলম্বাসের অনেক আগেই আমেরিকার শস্য ভুট্টা আটলান্টিক আমেরিকা হতে আটলান্টিক সাগরের ওপারে কিভাবে এলো এবং আফ্রিকার কলা আটলান্টিকের ওপারে কেমন করে গেল তাও পণ্ডিতদের দৃষ্টি এড়ায়নি। মোটকথা কলম্বাসের অনেক পূর্ব হতেই আফ্রিকা আর আমেরিকার মধ্যে কোন এক জাতি যাতায়াত করতো। এই জাতি যে মুসলমান তা অনেক ঐতিহাসিকগন স্বীকার করতে বাধ্য হচ্ছেন। বর্তমানে দেখা যাচ্ছে যে কলম্বাসের বহু আগে নিগ্রোরাও আমেরিকায় এসেছিল। professor winer Africa and Discovery of America গ্রন্থের দ্বিতীয় খন্ড এ বিষয়ে প্রমাণ উপস্থাপন করেন। নৃতত্ত্ববিদ অধ্যাপক হুটার তার Apes Men and Merons গ্রন্থে বলেছেন যে, পিকো নদীর উপত্যকায় তিনি কলম্বাসের আগমনের অনেক আগেকার কতগুলো কবর দেখতে পেয়েছেন। তিনি মনে করেন পিকো নদীর কঙ্কালগুলো আরবীয় নিগ্রো মানুষের কঙ্কাল। আরব পুরুষ এবং নিগ্রো ক্রীতদাসীর বংশধররা এখানে এসেছিল কলম্বাসের অনেক আগেই।
শুধু আরবিও রাইট নয় ১৭৮৩ সালে রোড আইল্যান্ড এর বৃষ্টলে পাহাড়ের গুহায় পাথরের গায়ে কিছু লিপি আবিষ্কৃত হয়েছিল। এখানে লেখা ছিল টারসিস হতে আসা নাবিকদের শুভ কামনা করছি। টারসিস এর অবস্থান স্পেনের দক্ষিণ উপকূলে। বাইবেলেও এই টারসিসের উল্লেখ রয়েছে। টারসিসরা ছিল স্প্যানিশ। শিলালিপি দ্বারা প্রমাণিত হয় স্পেনিশরাও আমেরিকায় গিয়েছিল প্রাচীনকালে। খ্রিস্টপূর্ব ৪০০ সালে ভূমধ্যসাগরের মধ্য দিয়ে একটা নৌবাণিজ্য পথ আমেরিকার সঙ্গে যুক্ত হয়েছিল। এটা আজ প্রমাণিত। সবশেষে প্রকৃত সত্য এই যে কলম্বাস তার বেঁচে থাকাকালীন সময়েই স্বীকার করেননি যে তিনি একটি নতুন মহাদেশ বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র আবিষ্কার করেছেন। [ড. আহমেদ আবদুল্লাহ]
তথ্যসূত্র:
১. বিজ্ঞানে মুসলমানদের দান, ১২ খন্ড, এম আকবর আলী
২. ইন্টারন্যাশনাল কলম্বিয়ান কুইন সেপ্টেনারী অ্যালাইয়্যাস
৩. মাসিক পৃথিবী, এপ্রিল ১৯৯৮
৪. প্রথম আলো, সাপ্তাহিক ম্যাগাজিন ছুটির দিনে
৫. কিশোর পত্রিকা, ১৫ এপ্রিল – ১৫ মে ১৯৯৪
৬. মাসিক কওমি কণ্ঠ, জুন ২০০৪
৭. ভোরের কাগজ।
আমেরিকা আবিষ্কার করেছিলেন মুসলমানরাই (প্রথম পর্ব)