আর্টেজীয় কূপ | Artesian Well
August 21, 2020
আর্টেজীয় কূপ [Artesian Well] বলতে একটি বিশেষ ধরনের কূপকে বুঝায়। অর্থাৎ বৃষ্টির পানি চুইয়ে প্রবেশ্য শিলা বা ভূ-পৃষ্ঠকে ভেদ করে ভূ-গর্ভে অবস্থিত অপ্রবেশ্য শিলাস্তরের উপরে অর্ধচন্দ্রাকারে সঞ্চিত হয়। এসব স্থানসমূহে কূপ খনন করলে কোন চাপ ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে পানির ধারা উপরে উঠে এসে ভূ-পৃষ্ঠে নির্গত হয়। পাললিক শিলাস্তরবিশিষ্ট স্থানসমূহে এরূপ কূপ বেশি দেখা যায়। জানা যায়, ফ্রান্সের আঁতোয়া প্রদেশে সর্বপ্রথম এরূপ কূপ খনন করা হয়। আর একারণে আঁতোয়া প্রদেশের নামানুসারে ইংরেজি উচ্চারণে আর্টেসিয়ান বা আর্টেজিয়ান কূপ নামে অভিহিত করা হয়। [সংকলিত]