আলেকজান্ডার ফন হুমবোল্ট | Alexander Von Humboldt (1769-1859)
June 4, 2020
আলেকজান্ডার ফন হুমবোল্ট [Alexander Von Humboldt] একজন জার্মান নাগরিক। তিনি ১৭৬৯ সালে জন্মগ্রহণ এবং ১৮৫৯ সালে মৃত্যুবরণ করেন। তিনি আধুনিক ভূগোলের একজন প্রতিষ্ঠাতা। তিনি ভূগোলের ধ্রুপদী পর্যায়ে কার্যকরণ ভিত্তিতে মানুষ – প্রকৃতির সম্পর্ক ব্যাখ্যা করেন। ফন হুমবোল্ট বহু শাস্ত্রজ্ঞ। বহু দেশ ভ্রমণের অভিজ্ঞতার ভিত্তিতে তাঁর রচনা kosmos পাঁচ খন্ডে প্রকাশিত হয়। পরবর্তীতে তাঁর kosmos আটটি ভাষায় অনূদিত হয়েছিল। আলেকজান্ডার ফন হুমবোল্ট মূলত হেগেলের দার্শনিক তত্ত্ব দ্বারা প্রভাবিত ছিলেন। [সংকলিত]