আলো-আঁধারের বৃত্ত | Circle of Illumination

আলো-আঁধারের বৃত্ত

আলো-আঁধারের বৃত্ত [Circle of Illumination] বলতে সাধারণভাবে পৃথিবীর যে কোন অংশের বা স্থানের না-দিন এবং না-রাত বিরাজমান অবস্থাকে বুঝায়। আমরা সকলে জানি যে, পৃথিবী হল গোলাকার। আবর্তনের বা ঘূর্ণনের (rotation) সময় গোলাকার পৃথিবীর অর্ধেকটা অংশ সূর্যের দিকে মুখ করে থাকে। আর এ অর্ধেকাংশে আলো বিরাজ করে বলে তখন এটা দিন হয়। অপরদিকে বিপরীত অংশ জুড়ে আঁধার বা রাত বিরাজ করে। এ দুই অংশের মাঝখানে বা সংযোগস্থলে না-দিন এবং না-রাত অবস্থা বিরাজ করে, যা পৃথিবীকে বৃত্তাকারে ঘিরে থাকে। একেই সাধারণত আলো-আঁধারের বৃত্ত বলা হয়। মূলত, সূর্যোদয় (sunrise) ও সূর্যাস্তের (sunset) সময় গোটা পৃথিবীকে ঘিরে আলো-আঁধারের বৃত্ত (circle of illumination or circle of light and darkness) সৃষ্টি হয়। [সংকলিত] [মো: শাহীন আলম]


What is Circle of Illumination?


 

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *