প্রাচীন ইসলামী সভ্যতা | Ancient Islamic Civilization
October 28, 2017
পৃথিবীর সমৃদ্ধ সভ্যতাগুলোর অন্যতম হল ইসলামী সভ্যতা। ইসলাম ধর্মের আবির্ভাবের মধ্য দিয়ে এ সভ্যতার জন্ম। সময়ের দীর্ঘ পরিক্রমায় বহু চড়াই উৎরাই পেরিয়ে ইসলামী সভ্যতা আজ তার স্বর্ণোজ্জ্বল ইতিহাস সমৃদ্ধ করেছে। নিচে এ সভ্যতা সম্পর্কে সংক্ষেপে তুলে ধরা হল:
১. ইসলামী সভ্যতার উদ্ভব হয়- আরব ভূমিতে।
২. আরব জাতির মূল আবাসভূমি ছিল- দক্ষিণ আরবের ইয়েমেন অঞ্চলে।
৩. আরব জাতির নামকরণ করা হয়- কাহতানের পুত্র ইয়ারেবের নামানুসারে।
৪. আরব শব্দের উৎপত্তি হয়- আরাবাত থেকে।
৫. ‘আরাবাত’ শব্দের অর্থ- বৃক্ষলতাহীন মরুভূমি।
৬. নবী মুহাম্মদ মোস্তফা (স.)এর মাধ্যমে ইসলামী সভ্যতা যাত্রা শুরু করে- ৫৭০-৬৩২ খ্রিস্টাব্দে। [সংকলিত]
Ancient Islamic Civilization | Image: collected
