উইওক্র্যাটিক | Weocratic
উইওক্র্যাটিক [Weocratic] হল মানুষ ও প্রকৃতি বা পরিবেশের মধ্যকার সম্পর্ক বিষয়ক সম্ভাবনাবাদের অপর নাম। ইংরেজ ভূগোলবিদ টমাস গ্রিফিথ টেলর (Thomas Griffith Taylor) এ সম্ভাবনাবাদকে উইওক্র্যাটিক (weocratic) নামে আখ্যায়িত করেন। উল্লেখ্য যে, মানুষ ও প্রকৃতির সম্পর্ক দেখাতে গিয়ে একদল দার্শনিক তথা ভূগোলবিদ মানুষের সক্রিয়তার কথা উল্লেখ করেন। এ ভূগোলবিদদের মতে, প্রকৃতি কেবল মানুষের সামনে কতিপয় সম্ভাবনা মেলে ধরে, এবং মানুষ নিজের পছন্দ ও সংস্কৃতি অনুসারে যে কোন ১টি সম্ভাবনাকে বেছে নেয়। এ দৃষ্টিভঙ্গি অনুযায়ী প্রকৃতি হল গৌণ (minor) এবং মানুষই হল মুখ্য (major)। মানুষ ও প্রকৃতি বা পরিবেশের মধ্যকার সম্পর্ক বিষয়ক এ দৃষ্টিভঙ্গিকে সম্ভাবনাবাদ (possibilism) বলা হয়। আর গ্রিফিথ টেলর সম্ভাবনাবাদ (possibilism) দৃষ্টিভঙ্গিকে উইওক্ল্যাটিক (weocratic) নামে আখ্যায়িত করেছেন। [মো. শাহীন আলম।]
তথ্যসূত্র:
১. দত্ত, কুন্তলা লাহিড়ী, ভূগোল চিন্তার বিকাশ, দি ওয়ার্ল্ড প্রেস প্রাইভেট লিমিটেড, কলিকাতা, ১৯৯৯, পৃষ্ঠা ১৪৯-১৫১।
২. বাকী, আবদুল, ভুবনকোষ, সুজনেষু প্রকাশনী, ঢাকা, ২০১৩, পৃষ্ঠা ৩৫ – ৩৬।
সম্ভাবনাবাদ: মানুষ ও পরিবেশের মধ্যকার সম্পর্ক