উচ্চতামাপন যন্ত্র | Altimeter
August 6, 2022
উচ্চতামাপন যন্ত্র [Altimeter] বলতে সাধারণত উচ্চতা পরিমাপের যন্ত্রকে বুঝায়। অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে যে কোন স্থানের উচ্চতা পরিমাপের জন্য বিশেষ ধরনের পরিমাপক যন্ত্র বা অলটিমিটার নামক যন্ত্র ব্যবহার করা হয়। এ যন্ত্রটিতে উচ্চতা নির্দেশক মান দেয়া থাকে, তাই এরূপ যন্ত্রকে উচ্চতা মাপন যন্ত্র বলা হয়। বায়ুমণ্ডলের উপরের দিকে যাওয়ার সাথে সাথে বায়ুর চাপ ক্রমশ কমতে থাকে। উচ্চতামাপন যন্ত্রটিতে বায়ুর চাপ পরিমাপ নির্দেশক মানও দেয়া থাকে। তাই এ যন্ত্রটিকে এক ধরনের ব্যারোমিটারও বলা যায়। অলটিমিটার নামক উচ্চতামাপন এ যন্ত্রটির ব্যবহার বিমানে বেশি দেখা যায়। [সংকলিত]
উচ্চতামাপন যন্ত্র বলতে কি বুঝায়?