উড্ডয়ন উচ্চতা | Flight Height
September 16, 2022
উড্ডয়ন উচ্চতা [Flight Height] বলতে সাধারণত ভূমি থেকে আকাশে উড্ডয়নরত বিমানের (aircraft) দূরত্বকে বুঝায়। আকাশধৃত আলোকচিত্র (aerial photography) বিদ্যায়, উড্ডয়ন উচ্চতা বলতে বুঝায় যে উচ্চতায় উড্ডয়ন (flying) করে বিমান থেকে আলোকচিত্র ধারণ করা হয়। আর উড্ডয়ন হল বিমান ওড়ার (to fly) এমন এক অবস্থা, যে অবস্থা বিমান বা উড়োযান ভূমি থেকে আকাশে উড়তে শুরু করে বা উড়ন্ত থাকে। [সংকলিত]
উড্ডয়ন উচ্চতা বলতে কি বুঝা ?