উপরিস্থাপিত নদী | Superimposed River
November 22, 2022
উপরিস্থাপিত নদী [Superimposed River] বলতে পর্যায়ক্রমে নতুন ও পুরাতন শিলার উপর দিয়ে প্রবাহিত নদীকে বুঝায়। অর্থাৎ কোন ভৌগোলিক স্থানের ভূ-পৃষ্ঠের উপর থেকে নিচের দিকে পর্যায়ক্রমে নতুন ও পুরাতন শিলা নিয়ে ভূমিরূপ গঠিত হয়ে থাকে। এরূপ ভূমিরূপের উপর দিয়ে কোন নদী প্রবাহিত হওয়ার সময় প্রথম পর্যায়ে ভূ-পৃষ্ঠের নতুন শিলা অপসারণ করে খাতের সৃষ্টি করে অগ্রসর হয়। পরবর্তীতে প্রবাহিত নদীটি একই খাতের নতুন শিলার নিচে অবস্থিত পুরাতন শিলার ক্ষয় সাধন করে অগ্রসর হয়। এরূপভাবে প্রথমে নতুন শিলা এবং পরবর্তীতে পুরাতন শিলা অপসারণ করে প্রবাহিত নদীকে উপরিস্থাপিত নদী বলা হয়। উপরিস্থাপিত নদীকে আরোপিত নদীও বলা হয়ে থাকে। [সংকলিত]
✅ উপরিস্থাপিত নদী বলতে কি বুঝায়?
✅ What does superimposed river mean?