ওজনমণ্ডল ও ওজন গহ্বর

ওজন স্তর

ওজনমণ্ডল [Ozonosphere] হল পৃথিবীর পৃষ্ঠদেশ থেকে বায়ুমণ্ডলের (atmosphere) উপরে দিকে দ্বিতীয় স্তরের (স্ট্র্যাটোমণ্ডলের) উর্ধ্বাংশ। এ মণ্ডলটি স্ট্র্যাটোমণ্ডলের (stratosphere) উপর থেকে ১২/২০ কিলোমিটার পর্যন্ত উর্ধ্বে বিস্তৃত রয়েছে। এটি ওজন (O3) গ্যাসে সমৃদ্ধ বায়ুমণ্ডলের আলোচিত গুরুত্বপূর্ণ একটি মণ্ডল। এ মণ্ডলের ওজন গ্যাস পৃথিবীর জীব জগতের জন্য ক্ষতিকর অতিবেগুনী রশ্মি (ultraviolet ray) শোষণ করে নেয়। অর্থাৎ সূর্যের অতিবেগুনী রশ্মি এ মণ্ডলটির অক্সিজেন (O) পরমাণুর উপরে পতিত হলে তা শোষণ করে ওজন (O3) গ্যাস সৃষ্টি হয়। আর এ কারণে ওজনমণ্ডলের তাপমাত্রা বেশি থাকে, যা প্রায় ৭৭০ সেলসিয়াস বা ১৭০ফারেনহাইট। বায়ুমণ্ডলের এ স্তরটি থাকার কারণে পৃথিবীতে প্রাণী ও উদ্ভিদকূল বেঁচে থাকতে পারছে। সাম্প্রতিককালের পর্যবেক্ষণে দেখা যায় যে, মানুষের কর্মকাণ্ডের ফলে ওজনমণ্ডলে ক্ষতের সৃষ্টি হচ্ছে। রেফ্রিজারেটরে (ফ্রিজ), শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে (এসি), বিভিন্ন রকমের সুগন্ধিতে ব্যবহৃত সিএফসি (CFCs/Chlorofluorocarbons) গ্যাস বায়ুতে নির্গত করে ওজনমণ্ডলের ক্ষয় (depleting) করছে। যার ফলে ওজনমণ্ডলে গহ্বর (hole) সৃষ্টি করছে। যা ওজন গহ্বর (ozone hole) হিসেবে পরিচিতি লাভ করেছে। এ ওজন গহ্বর (ozone hole) দিয়ে সূর্যের অতিবেগুনী রশ্মি বেশি মাত্রায় সরাসরি পৃথিবী পৃষ্ঠের দিকে চলে আসলে প্রাণী ও উদ্ভিদকূলের জন্য বিপর্যয় নেমে আসতে পারে বিশেষজ্ঞগণ ধারণা করে থাকেন। [মো: শাহীন আলম]


Reference:
1. Whatever Happened to the Hole in the Ozone Layer?


Add a Comment

Your email address will not be published. Required fields are marked *