কোয়ার্টজ | Quartz
December 9, 2018

কোয়ার্টজ [Quartz] হল অতি সাধারণমানের একটি খনিজ। সিলিকন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত একটি যৌগ। কোয়ার্টজের অপর নাম সিলিকন ডাই-অক্সাইড (SiO2)। কোয়ার্টজের একটি অণুতে সিলিকনের একটি পরমাণু ও অক্সিজেনের দুইটি পরমাণু রাসায়নিকভাবে সংমিশ্রিত থাকে। এ খনিজটি আধিক্যের দিক থেকে পৃথিবীতে দ্বিতীয় অবস্থানে রয়েছে। আগ্নেয়শিলার একটি অপরিহার্য উপাদান হল কোয়ার্টজ। রূপান্তরিত শিলা ও পাললিক শিলার মধ্যে একটি খনিজ হিসেবে কোয়ার্টজের উপস্থিতি ব্যাপক। এটি দেখতে ফিটকারির মত এবং প্রায়ই স্বচ্ছ ও বর্ণহীন। গলার মালা, হাতের চুড়ি, আংটি প্রভৃতি অলংকার, বাথরুমের বেসিন, ঘরের মেঝের টাইলস, সাবান, কাঁচ, পোরসেলিন, রং, সিমেন্ট প্রভৃতি তৈরীর কাজে কোয়ার্টজ ব্যাপক পরিমাণে ব্যবহৃত হয়। এ খনিজটি এত শক্ত যে, কাঁচ কাটার জন্যও ব্যবহৃত হয়। [সংকলিত]
Quartz | image: collected