চরম জলবায়ু | Extreme Climate
April 23, 2021
চরম জলবায়ু [Extreme Climate] বলতে সাধারণত এমন জলবায়ুকে বুঝায়, সময় (ঋতু) এবং অবস্থানের পরিবর্তনের সাথে সাথে যার তাপমাত্রার ব্যাপক পরিবর্তন ঘটে। অর্থাৎ এ ধরনের জলবায়ুতে তাপমাত্রা গ্রীষ্মের (গরমের) সময়ে অসহনীয় পর্যায়ে এবং শীতের সময়ে হিমাঙ্কের পর্যায়ে থাকে। আবার চরম জলবায়ুতে তাপমাত্রার পার্থক্য জানুয়ারি এবং জুলাই মাসের মধ্যে প্রায় ৫০ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়ে যায়। সাধারণত সমুদ্র উপকূলীয় অঞ্চল থেকে ভূ-ভাগের অভ্যন্তরে যাওয়ার দূরত্ব বাড়ার সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে চরম আকার ধারণ করে। এ জলবায়ুকে মহাদেশীয় জলবায়ু হিসেবেও সংজ্ঞায়িত করা হয়ে থাকে। [সংকলিত]