জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ | United Nations Economic and Social Council
১. জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা- ৫৪ টি।
২. জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য- প্রতি তিন বছর মেয়াদের জন্য নির্বাচিত হয়।
৩. জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য প্রতি বছর- ১৮ জন নির্বাচিত হয়।
৪. জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য নির্বাচিত করে- সাধারণ পরিষদ।
৫. জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধিবেশন বসে- বছরে কমপক্ষে ২ বার।
৬. জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধিবেশন বসে- নিউইয়র্ক অথবা জেনেভায়।
৭. জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের আঞ্চলিক কমিশন রয়েছে- ৫ টি।
৮. জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ প্রতিষ্ঠিত হয়- ১৯৪৫ সালে।
৯. জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদর দপ্তর- নিউ ইয়র্কে অবস্থিত।
১০. জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ- বিশ্ব অর্থ, সমাজ, সংস্কৃতি, স্বাস্থ্য এবং এ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করে।
[Keywords: General Knowledge, Jatisangha Arthanaitik o Samajik Parishad, Sadaron Ghan, ECOSOC, জাতিসংঘের ছয়টি অঙ্গসংগঠনের একটি, সাধারণ জ্ঞান।]