জারণ | Oxidation

জারণ [Oxidation] বলতে সাধারণত লৌহ জাতীয় খনিজ পদার্থ চূর্ণ-বিচূর্ণ হওয়ার (crushed) প্রক্রিয়াকে বুঝায়। অর্থাৎ লৌহ জাতীয় খনিজ পদার্থসমূহ অক্সিজেনের (O2) সংস্পর্শে আসলে তাতে আয়রন অক্সাইডের (Fe2O3) সৃষ্টি হয়। আয়রন অক্সাইড (iron-oxide) বা ফেরিক অক্সাইডকে আবার মরিচা ধরাও বলা হয়। এ জারণ প্রক্রিয়ায় পাহাড়-পর্বতের কিংবা খনি থেকে উত্তোলিত লৌহ পদার্থযুক্ত শিলা (rock) জারিত (oxidized) হয়ে ধীরে ধীরে চূর্ণ-বিচূর্ণ হয়ে থাকে। [সংকলিত]


Oxidation


Add a Comment

Your email address will not be published. Required fields are marked *