জুম চাষ | Jhum Cultivation

জুম চাষ [Jhum Cultivation] বলতে সাধারণত কয়েক বছর অন্তর অন্তর স্থান পরিবর্তন করে এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে কৃষি কাজ করার পদ্ধতিকে বুঝায়। স্থান পরিবর্তন বা অন্তর করে কৃষি কাজ করায় এ পদ্ধতিকে স্থানান্তরিত কৃষি (sifting cultivation) বলা হয়। আদিম প্রথার এ ধরনের কৃষি কাজকে স্থানীয় ভাষায় ‘জুম চাষ’ বলে। এ পদ্ধতিতে কোন একটি নির্বাচিত জমিতে একাধিক ফসল একত্রে ফলানো হয়। এরূপ ভাবে কয়েক বছর ফসল ফলানোর ফলে যখন জমির উর্বরতা শক্তি নিঃশেষ হয়ে যায়, তখন স্থান পরিবর্তন করে অন্য স্থানে গিয়ে একই পদ্ধতিতে ফসলের চাষাবাদ করা হয়। যেমন – ভারত ও বাংলাদেশের পার্বত্য অঞ্চলের বনভূমি কেটে কিংবা পুড়িয়ে পরিষ্কার করে আদিবাসী সম্প্রদায় (tribal communities) কর্তৃক জুম চাষ পদ্ধতিতে ধান, গম, ভূট্টা প্রভৃতি চাষ করে থাকে। পার্বত্য অঞ্চলের বন (forest) ধ্বংসের পিছনে এরূপ চাষাবাদের অন্যতম খারাপ প্রভাব রয়েছে। [সংকলিত]
Reference: Jhum