জ্ঞাতি সম্পর্ক বলতে কী বোঝায়?
ইংরেজি ‘Kin’ শব্দের অর্থ জ্ঞাতি বা আত্মীয়স্বজন এবং Kinship অর্থ জ্ঞাতি সম্পর্ক বা আত্মীয়তার সম্পর্ক। আমরা সবাই কিছু লোকের সাথে রক্ত বা বৈবাহিক সূত্রে জ্ঞাতিবন্ধনে আবদ্ধ। যারা আমাদের সাথে জন্ম, রক্ত বা বংশসূত্রে আবদ্ধ। যারা আমাদের সাথে জন্ম, রক্ত বা বংশসূত্রে আবদ্ধ তাদের বলা হয় রক্তসম্পর্কীয় জ্ঞাতি বা সহজাত আত্মীয় (consanguineal kin)।
পক্ষান্তরে, যারা বৈবাহিকসূত্রে সম্পর্কযুক্ত তাদেরকে বলা হয় বৈবাহিক জ্ঞাতি (affines or affinal kin)।
রবার্টসন বলেন, “জ্ঞাতি সম্পর্ক হল ঐ সকল ব্যক্তির মধ্যকার এক সম্পর্কের জালবিশেষ যারা সাধারণত পূর্বপুরুষের উত্তরসূরি আবদ্ধ।”
নৃবিজ্ঞানী রিভার্স বলেন, “জ্ঞাতি সম্পর্ক হল জৈবিক বন্ধনের সামাজিক স্বীকৃতি।”
অতএব বলা যায়, জ্ঞাতিসম্পর্ক বলতে আত্মীয়তার সম্পর্ক যেটা রক্ত সম্পর্ক, জন্মগত সম্পর্ক, বংশগত সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক, প্রভৃতির ভিত্তিতে নির্ণীত সম্পর্ককে বোঝায়। [ইশরাত জাহান মিম]