ডিজিটাল মানচিত্র অঙ্কনে ArcGIS 10.3: যেভাবে কম্পিউটারে Install করবেন
July 6, 2017
মানচিত্র আমাদের দৈনন্দিন জীবনের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি আপনার কাছে কোন নির্দিষ্ট এলাকার একটি মানচিত্র থাকে, তাহলে আপনি খুব সহজে ঐ এলাকাটির অলিগলি সনাক্ত ও চিহ্নিত করে ঘুরে আসতে পারবেন। এছাড়া কোন এলাকার উপর যেকোন পরিকল্পনা বাস্তবায়নের জন্য ঐ এলাকার উপর একটি ভাল মানচিত্র প্রস্তুত করা খুবই জরুরী। আর মানচিত্র ডিজিটাল পদ্ধতিতে উপস্থাপনের জন্য একটি সময়োপযোগী application software হল ArcGIS। এ software টির installation সাধারণ অন্যকোন software এর মত নয়। ব্যবহারের আগে ArcGIS সঠিকভাবে কম্পিউটারে installation করা প্রয়োজন। নিম্নের Video তে ক্লিক করে সহজ কয়েকটি ধাপে ArcGIS 10.3 installation করার পদ্ধতি জানতে পারবেন। [মো. শাহীন আলম]
এখানে ক্লিক করুন………