গ্রীক গণিতবিদ ও দার্শনিক: মাইলেটাসের থেলিস

থেলিস, থেলস

মাইলেটাসের থেলিস (৬২৫ – ৫৪৫ খ্রিস্টপূর্বাব্দ) ছিলেন একজন অসাধারণ গ্রীক শিক্ষাবিদ, গণিতবিদ, দার্শনিক এবং ব্যবসায়ী। তিনি কারো কারো কাছে থেলস নামেও পরিচিতি। জ্ঞান চর্চায় তাঁর নীতিশাস্ত্র, অধিবিদ্যা, গণিত ও জ্যোতির্বিজ্ঞানে আগ্রহ সবচেয়ে বেশি ছিল। তিনিই সর্বপ্রথমে চিন্তা করেন যে, জ্যামিতি দিয়ে অনেক জটিল বিষয়ের সমাধা করা সম্ভব। তিনি সমকোণী ত্রিভুজের সাহায্যে মিশরের পীরামিডের উচ্চতা বের করেন। তাঁর এ চমৎকার উদ্ভাবন পরবর্তীকালে ত্রিকোণমিতির উন্নতিতে ভিত্তি স্থাপন করেছিল। কিছু যুগান্তকারী উপপাদ্যের জনক হিসেবে পরিচিত থেলিস জ্যামিতির ৫টি উপপাদ্য প্রণয়ন করেন। এ উপপাদ্যগুলো হল:

১) একটি বৃত্ত তার যে কোনও ব্যাস দ্বারা সমদ্বিখণ্ডিত হয়;
২) সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুগুলোর বিপরীত কোণগুলোও পরস্পর সমান;
৩) অর্ধবৃত্তস্থ কোণের পরিমাণ এক সমকোণ বা ৯০o;
৪) পরস্পরছেদী ২টি সরলরেখা দ্বারা উৎপন্ন বিপ্রতীপ কোণদ্বয় পরস্পর সমান; এবং
৫) যদি কোনও ত্রিভুজের ভূমি এবং ভূমি সংলগ্ন কোণ ২টি দেয়া থাকে, তবেই কেবল ত্রিভুজটি আঁকা যায়।

এছাড়া তাঁর দর্শন মতে, সমগ্র বিশ্বজগৎ পানি থেকে সৃষ্টি হয়েছে, তার নিজের ভাষায়, “সব বস্তুই পানি”; সব বস্তুই যে পানি নয়। তাঁর আরও অনেক বিখ্যাত উক্তি রয়েছে। যেমন-

ক) নিজেকে জানো (Know thyself) এবং
খ) কোনও কিছুর অতিরিক্ত ভালো নয় (Nothing in excess)।

তাঁর মাত্র ২টি উক্তি অক্ষত অবস্থায় এখনও পৃথিবীতে টিকে রয়েছে। এদের একটি হল –

“সবকিছুই ঈশ্বরে পরিপূর্ণ” এবং

অপরটি হল –

“সবকিছুর আদিমতম উপাদান হল পানি।” [সংকলিত]


image source: Thales


Add a Comment

Your email address will not be published. Required fields are marked *