নদীর সর্পিল গতি | Meandering Course of River
নদীর সর্পিল গতি [Meandering Course of River] বলতে সাধারণত যে কোন নদী প্রবাহের গতি পথের সুস্পষ্ট বক্রতাকে বুঝায়। অর্থাৎ প্রবাহমান নদী সমভূমিতে আসলে স্রোতবেগ ক্রমশ কমতে থাকে। এর ফলে স্রোতের ধারা কোন স্থানে বাঁধাপ্রাপ্ত হলে নদীর প্রবাহ এঁকেবেঁকে অগ্রসর হয়। তখন মূলত: অগ্রসরমান স্রোতের প্রবাহ ধারা নদীর মাঝখান দিয়ে প্রবাহিত হয় না। বরং এক পাশে হেলে নদীর পাড় ধরে প্রবাহিত হয়। প্রবাহিত এ স্রোতের আঘাতে ক্ষয়প্রাপ্ত হয়ে নদীর পাড়টি খাড়া (straight) হতে থাকে। অপরদিকে বিপরীত পাড়টি অপেক্ষাকৃত ঢালু হতে থাকে। এর সাথে সাথে নদীর প্রবাহ পথ খাড়া পাড়টির দিকে ক্রমশ বেঁকে যেতে থাকে। স্রোতের প্রবাহপথের কিছু দূর পর পর এরূপ প্রক্রিয়া সংগঠিত হতে থাকলে নদীটি সর্পিল গতি ধারণ করে। আর সর্পিল নদী প্রবাহের বক্রতার গাণিতিক প্রকাশকে Sinuosity Index বা সিনুসিটি সূচক বলা হয়। [মো: শাহীন আলম]