নন্দনতত্ত্ব | Aesthetics
November 26, 2021
নন্দনতত্ত্ব বলতে সাধারণত সৌন্দর্য উপলব্ধি এবং সৌন্দর্য সৃজনের নিয়মাবলি সম্পর্কিত বিজ্ঞানকে বুঝায়। অর্থাৎ নৈসর্গিক কিংবা মানব সৃষ্ট সাংস্কৃতিক যে কোন অবয়বের (features) মধ্যে বাস্তবে কতিপয় সৌন্দর্য রয়েছে। মানুষ বিশ্বের এসব নানা সৌন্দর্য উপলব্ধি করে এবং সৌন্দর্যের নিয়মানুযায়ী সৃজনশীল কাজ করে। আর সৌন্দর্য উপলব্ধি এবং সৌন্দর্যের নিয়মানুযায়ী সৃজনশীলতার সাধারণ নীতিমালা প্রভৃতি সম্পর্কিত বিশেষ জ্ঞানই হল নন্দনতত্ত্ব। বিশ্ব সৌন্দর্য উপলব্ধি ও বিশ্লেষণে শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার লোকজনদের নন্দনতত্ত্ব সম্পর্কে সাধারণ জ্ঞান থাকা প্রয়োজন। সাধারণত স্থাপত্যিক নকশা, ভূদৃশ্য অঙ্কন, মানচিত্র অঙ্কন, অফিসের কাজ, গৃহের কাজ প্রভৃতিতে নন্দনতত্ত্বের বিশেষ যোগাযোগ রয়েছে। [সংকলিত]