পরিমাপের আন্তর্জাতিক মৌলিক একক
June 17, 2022
বিভিন্ন দেশে ও অঞ্চলে পরিমাপের এককের ভিন্নতা রয়েছে। তবে পরিমাপের জন্য আন্তর্জাতিকভাবে কতিপয় স্বীকৃত মৌলিক একক রয়েছে। নিচে এরূপ ৭টি মৌলিক একক উল্লেখ করা হল।
১। দৈর্ঘ্য পরিমাপের একক = মিটার;
২। ওজন পরিমাপের একক = কিলোগ্রাম;
৩। সময় পরিমাপের একক = সেকেন্ড;
৪। তাপ-শক্তি পরিমাপের একক = কেলভিন;
৫। বৈদ্যুতিক প্রবাহ পরিমাপের একক = এমপিআর;
৬। পদার্থের পরিমাণ পরিমাপের একক = মেলে; এবং
৭। আলোর প্রখরতা পরিমাপের একক = ক্যান্ডেলা।
এছাড়াও নিম্নে উল্লেখিত এককগুলো আন্তর্জাতিকভাবে বিভিন্ন পরিমাপের ক্ষেত্রে অনুসরণ করা হয়।
FPS = ফুট, পাউন্ড, সেকেন্ড (ব্রিটিশ পদ্ধতি);
CGS = সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড (মেট্রিক পদ্ধতি); ও
MKS = মিটার, কিলোগ্রাম, সেকেন্ড (মেট্রিক পদ্ধতি)। [সংকলিত]