পরিমিতি: সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়
November 7, 2021
» একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ৮ সে.মি. ও ১০ সে.মি.। সমকোণী ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করুন।
আমরা জানি,
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = ১/২ (সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল)
মনেকরি,
Δ ABC সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় হল
BC (ভূমি) = ১০ সে.মি. এবং AB (উচ্চতা/লম্ব) = ৮ সে.মি.।
এখন,
সমকোণী ত্রিভুজটির ক্ষেত্রফল = ১/২ (১০ × ৮) বর্গ সে.মি. [সূত্রানুসারে]
= ৪০ বর্গ সে.মি.
∴ সমকোণী ত্রিভুজটির ক্ষেত্রফল = ৪০ সে.মি.।
উত্তর: ৪০ সে.মি.।
পরিমিতি: উদাহরণসহ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সহজ পদ্ধতি