পরিশিষ্ট | Appendix
পরিশিষ্ট [Appendix] শব্দটির আভিধানিক অর্থ হল অবশিষ্ট, বাকী, বই বা গন্থের শেষে সংযুক্ত অতিরিক্ত অংশ। সাধারণত পরিশিষ্ট বলতে যে কোন প্রতিবেদনের বা প্রকল্প প্রস্তাবনার বা গ্রন্থের শেষে সহায়ক বিষয় হিসেবে সংযোজিত অতিরিক্ত অংশকে বুঝায়। অর্থাৎ গবেষণা প্রতিবেদনের বা প্রকল্প প্রস্তাবনার বা গ্রন্থের মূল অংশটি লেখার জন্য এক বা একাধিক বিষয়ের সহায়তা নেয়া হয়। আর এসব সহায়ক বিষয়সমূহ গবেষণা প্রতিবেদনের কিংবা প্রকল্প প্রস্তাবনার কিংবা গ্রন্থের শেষের অংশে লিপিবদ্ধ করা হয়। উদাহরণস্বরূপ – গবেষণার প্রশ্নমালা, আলোকচিত্র, প্রাথমিক তথ্যমালা, বিশ্লেষণ পদ্ধতি, দর বিশ্লেষণ প্রভৃতির কথা বলা যায়। এসব সহায়ক বিষয়সমূহ প্রতিবেদনের বা প্রকল্প প্রস্তাবনার বা গ্রন্থের শেষের অংশে পরিশিষ্ট – ১, পরিশিষ্ট – ২, ……. অথবা পরিশিষ্ট – ক, পরিশিষ্ট – খ, ……. রূপে সূচিত করে সংযুক্ত করা হয়। [সংকলিত]