পরিসংখ্যানিক লেখচিত্র এবং লেখচিত্র ব্যবহারের সুবিধা

পরিসংখ্যানিক লেখচিত্র (statistical graphs) বলতে কোন গবেষণা বা অনুসন্ধানের জন্য সংগৃহীত তথ্যসমূহ থেকে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যে বা এককের তথ্যকে ভিন্ন ভিন্ন ভাবে সারণিবদ্ধ করে সাজিয়ে বিভিন্ন ধরনের উপস্থাপিত চিত্রকে বুঝায়। আবার এভাবেও বলা যায় যে, পরিসংখ্যানিক লেখচিত্র হল চিত্র এবং সংখ্যার মধ্যে সামঞ্জস্য রক্ষা করতে সংখ্যাগুলোকে জ্যামিতিক নকশার মাধ্যমে উপস্থাপিত চিত্র। তথ্য বা উপাত্ত উপস্থাপনের জন্য বর্তমানে বিভিন্ন ধরনের পরিসংখ্যানিক লেখ বা লেখচিত্র প্রচলিত রয়েছে। লেখচিত্রে উপাত্ত উপস্থাপনের জন্য সাধারণ কিছু জিনিসের প্রয়োজন হয়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল:

(ক) ছক করা কাগজ (grid sheet)

(খ) গণসংখ্যা নিবেশন (frequency distribution) এবং

(গ) রেখার ব্যবহার (usage of line)।

পরিসংখ্যানিক লেখচিত্রের সুবিধা : লেখচিত্রের উল্লেখযোগ্য সুবিধাসমূহ নিম্নে তুলে ধরা হল –

(১) লেখচিত্র তথ্যকে সংক্ষেপে, সহজবোধ্য এবং আকর্ষণীয় আকারে উপস্থাপন করে। যার ফলে খুব সহজেই জনসাধারণের দৃষ্টি আকৃষ্ট হয় এবং পরিসংখ্যানিক জ্ঞান না থাকলেও তা যে কোন লোকের পক্ষে বুঝা সহজ হয়;

(২) তথ্য সারি যতই বড় হোক না কেন, লেখচিত্রের সাহায্যে তা সহজেই উপস্থাপন করা যায় এবং চিত্রের অন্তর্নিহিত তাৎপর্য ফুটে উঠে;

(৩) লেখচিত্র মুহুর্তের মধ্যে ফলাফল দেয়;

(৪) লেখচিত্রে তথ্য বিশ্লেষণযোগ্য;

(৫) তথ্যকে দুই বা ততোধিক লেখচিত্রের সাহায্যে উপস্থাপন করে তুলনা করা যায়;

(৬) বিশেষ লেখচিত্রের মাধ্যমে তথ্যে ২টি চলকের সম্পর্ক বা সংশ্লেষ বুঝা যায়; এবং

(৭) পরিসংখ্যানিক লেখচিত্রে তথ্য উদ্ঘাটন এবং উপস্থাপন করতে সময় এবং পরিশ্রম কম লাগে। [সংকলিত]


সহায়িকা : 
১. তথ্য উপস্থাপনের উপায়
২. মাহমুদ, কাজী আবুল, ভূগোল কম্প্রিহেনসিভ, ২০০৩, সুজনেষু প্রকাশনী, ঢাকা।


 

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *