পানি নিষ্কাশন বিন্যাস
পানি নিষ্কাশন বিন্যাস [Drainage Patterns] বলতে কোন একটি অঞ্চলে সার্বিক নদী ব্যবস্থার যে বিন্যাস দেখা যায় তাকে বুঝায়। অর্থাৎ স্থানীয় ভূমির গঠন, বৃষ্টিপাত এবং অন্যান্য প্রাকৃতিক উপসর্গগুলোর পারস্পরিক মিথস্ক্রিয়ার ফলে ভূমিরূপের যে অবয়ব তৈরি হয়, বিশেষ করে পানি নিষ্কাশনের যে বিন্যাস দেখা যায়, তাই হল পানি নিষ্কাশন বিন্যাস [Drainage Patterns]। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রকারের পানি নিষ্কাশন বিন্যাস দেখা যায়। যেমন-
১. বলয়াকার বা চক্রাকার (annular);
২. তীর বা বঁড়শির বাঁকানো ফলাকার (barded);
৩. শাখাবহুল (dendritic);
৪. সমান্তরাল (parallel);
৫. পাখির পালকের ন্যায় আকারবিশিষ্ট (pinate);
৬. আয়তাকার (rectangular);
৭. জালিকা বা জাফরিকার (trellis);
৮. রশ্মীয় আকার (radial); এবং
৯. মুচড়ানাকার (contorted)।

চিত্র: বিভিন্ন প্রকারের পানি নিষ্কাশন বিন্যাস [Drainage Patterns]।
নিষ্কাশন কি?
Follow Us on Our YouTube channel: GEONATCUL