পৃথিবীর জলবায়ু অঞ্চল | Earth’s Climate Zones

পৃথিবীর বিভিন্ন অঞ্চলের জলবায়ুর মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়। জলবায়ুর মধ্যকার এ সাদৃশ্য ও বৈসাদৃশ্য এবং প্রাকৃতিক পরিবেশ, ভূ-প্রকৃতি, মৃত্তিকা ইত্যাদি বিষয়ের উপর সামগ্রিক প্রভাব বিবেচনা করে সমগ্র পৃথিবীকে কয়েকটি জলবায়ু অঞ্চলে ভাগ করা হয়। এরূপ বিভক্ত প্রত্যেকটি অঞ্চলকে এক একটিকে স্বতন্ত্র জলবায়ু অঞ্চল বলা হয়। জলবায়ু অঞ্চলকে আবার প্রাকৃতিক অঞ্চলও বলা হয়।

অধ্যাপক হার্বাটসন (Hervertson) মতে, প্রাকৃতিক অঞ্চল হল মূলতঃ ভূ-পৃষ্ঠে অবস্থিত এরূপ একটি সমসত্ব অঞ্চল, যে অঞ্চলে মানব জীবনের উপর নির্ভরশীল অবস্থাগুলো মূলত একই প্রকৃতির। এ প্রাকৃতিক অঞ্চলগুলো পাশপাশি অবস্থিত হতে পারে। অথবা প্রাকৃতিক অঞ্চলগুলো দূরের কয়েকটি স্থানে বিক্ষিপ্ত অবস্থায় অবস্থিত হতে পারে। উষ্ণতা, বৃষ্টিপাত, প্রাকৃতিক উদ্ভিদ, জীবজন্তু প্রভৃতির উপর ভিত্তি করে পৃথিবীকে তাপমণ্ডল ভিত্তিক ৩টি জলবায়ু মণ্ডলে বিভক্ত করা যায়। এগুলো হল:

১. উষ্ণমণ্ডল (torrid zone)

২. নাতিশীতোষ্ণ মণ্ডল (temperate zone) এবং

৩. হিমমণ্ডল (firgid-zone)। আবার বিভক্ত এ ৩টি জলবায়ু মণ্ডলের প্রত্যেকটিকে আরও কতিপয় জলবায়ু অঞ্চলে বিভক্ত করা যায়।

১. উষ্ণমণ্ডল (torrid zone): উষ্ণমণ্ডলকে আরও ৪টি জলবায়ু  অঞ্চলে বিভক্ত করা যায়। এগুলো হল: 

১.১. ক্রান্তীয় বৃষ্টিবহুল শুষ্ক ঋতুবিহীন (নিরক্ষীয়) জলবায়ু অঞ্চল;

১.২. ক্রান্তীয় পূর্ব প্রান্তীয় উষ্ণ (মৌসুমী) জলবায়ু অঞ্চল;

১.৩. ক্রান্তীয় মহাদেশীয় স্বল্প আর্দ্র (সাভানা) জলবায়ু অঞ্চল;

১.৪. ক্রান্তীয় পশ্চিম প্রান্তীয় উষ্ণ (শুষ্কমরু) জলবায়ু অঞ্চল; এবং

২. নাতিশীতোষ্ণ মণ্ডল (temperate zone): নাতিশীতোষ্ণ মণ্ডলকে আরও ৬টি জলবায়ু  অঞ্চলে বিভক্ত করা যায়। এগুলো হল: 

২.৫. পশ্চিম উপকূলীয় উষ্ণ নাতিশীতোষ্ণ (ভূমধ্যসাগরীয়) জলবায়ু অঞ্চল

২.৬. উষ্ণ নাতিশীতোষ্ণ মহাদেশীয় (স্টেপ) জলবায়ু অঞ্চল

২.৭. উষ্ণ নাতিশীতোষ্ণ সামুদ্রিক (চৈনিক) জলবায়ু অঞ্চল

২.৮. মৃদু শীতল নাতিশীতোষ্ণ সামুদ্রিক (বৃটেনীয়) জলবায়ু অঞ্চল

২.৯. শীতলতর নাতিশীতোষ্ণ মহাদেশীয় (তৈগা) জলবায়ু অঞ্চল

২.১০. শীতলতম নাতিশীতোষ্ণ পূর্ব প্রান্তীয় (লরেন্সীয়) জলবায়ু অঞ্চল

৩. হিমমণ্ডল (frigid-zone): হিমমণ্ডলকে আরও ১টি জলবায়ু  অঞ্চলে বিভক্ত করা যায়। এটি হল: 

৩.১১. তুন্দ্রা বা পার্বত্য জলবায়ু অঞ্চল [সংকলিত]


সহায়িকা:
১। মাহমুদ, কাজী আবুল, (২০০৩), ভূগোল কম্প্রিহেনসিভ, সুজনেষু প্রকাশনী, ঢাকা, পৃষ্ঠা ১৫২।


পৃথিবীর জলবায়ু অঞ্চলের শ্রেণিবিভাগ


Add a Comment

Your email address will not be published. Required fields are marked *