প্রক্সিমা সেন্টাউরি | Proxima Centauri
February 5, 2021
প্রক্সিমা সেন্টাউরি [Proxima Centauri] হল সৌরজগতের (solar system) সবচেয়ে নিকটতম নক্ষত্র (star)। আমরা জানি যে, আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে ১ লক্ষ ৮৬ হাজার মাইল বা ২ লক্ষ ৯৯ হাজার ৩ শত ৩৮ কিলোমিটার)। এ গতিতে আলো চলতে থাকলে তা সৌরজগত থেকে প্রক্সিমা সেন্টাউরিতে পৌঁছাতে সময় প্রয়োজন প্রায় ৪.২ আলোক-বছর (light-year)। সূতরাং সৌরজগতে বা সূর্য থেকে প্রক্সিমা সেন্টাউরি নামক নক্ষত্রটির দূরত্ব প্রায় ৪.২ আলোক-বর্ষ। জেনে রাখা ভাল যে, Centauri শব্দটি মূলত ল্যাটিন শব্দ Centaurus থেকে নেয়া হয়েছে। জানা যায় যে, ১৯১৫ সালে প্রক্সিমা সেন্টাউরি নামের এ নক্ষত্রটি রবার্ট ইনেস (Robert Innes) আবিষ্কার করেছিলেন। প্রতিবেশী নক্ষত্র প্রক্সিমা সেন্টাউরির পৃথিবী আকারের গ্রহ রয়েছে। [সংকলিত]
image source: ESO