প্রভাজ প্রক্রিয়া | Fluvial Processes
February 6, 2020
প্রভাজ প্রক্রিয়া [Fluvial Processes] বলতে সাধারণত পানি প্রবাহের কারণে নদীর পাড়ের ভাঙ্গন, মাটির সরণ এবং পলির অবক্ষেপণ প্রক্রিয়াকে বুঝায়। প্রভাজ প্রক্রিয়া বর্ষা মৌসুমে বেশি পরিলক্ষিত হয়। বর্ষাকালে পানির দ্রুত সরণের কারণে নদী পাড়ের মাটি বা পাথর ক্ষয়ে দ্রুত সরতে থাকে। যার ফলে নদীর বুকে, কূলে এবং প্লাবন এলাকাজুড়ে এর প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়। আর এর ফল স্বরূপ নদীর বুকে, পাড়ে এবং প্লাবন এলাকাজুড়ে বিশেষ কিছু অবয়বের সৃষ্টি হয়।