প্রাক-জরিপ পর্যবেক্ষণ | Reconnaissance
October 12, 2019
প্রাক-জরিপ পর্যবেক্ষণ [Reconnaissance]: মূল জরিপ কাজ শুরু করার পূর্বে প্রস্তাবিত এলাকাটি পর্যবেক্ষণ করাকে প্রাক-জরিপ পর্যবেক্ষণ (reconnaissance) বলা হয়। যে কোন জরিপ কাজ পরিচালনার পূর্বে প্রস্তাবিত এলাকাটি পর্যবেক্ষণ বা পরিদর্শন করা প্রয়োজন। এরূপ পর্যবেক্ষণ বা পরিদর্শনের মাধ্যমে মূল জরিপের প্রস্তুতি গ্রহণে সুবিধা হয়। যে কোন জরিপের কাজ যথাযথভাবে সম্পাদনের জন্য প্রস্তাবিত এলাকায় প্রাক-জরিপ পর্যবেক্ষণ (reconnaissance) করে আগাম ধারণা নেয়া খুবই গুরুত্বপূর্ণ।