প্রাচীন আরবের ভৌগোলিক অবস্থান

এশিয়া মহাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে আরব উপদ্বীপ অবস্থিত। এর তিনদিকে জল ও একদিকে স্থল। আরব উপদ্বীপটি ত্রিভুজাকৃতির হওয়ায় একে জজিরাতুল আরবও বলা হয়। আরবের উত্তরে সিরিয়া মরুভূমি, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে পারস্য উপসাগর এবং পশ্চিমে লোহিত সাগর অবস্থিত। আরব উপদ্বীপটি এশিয়া, ইউরোপ ও আফ্রিকার সঙ্গমস্থলে অবস্থিত। [ইশরাত জাহান মিম]


সহায়িকা: হাছান, মোঃ মাহমুদুল, (জুন ২০১৩), ইসলামের ইতিহাস (একাদশ-দ্বাদশ), ঢাকা: লেকচার পাবলিকেশন্স লি., পৃষ্ঠা ৪৭, ৪৮।


প্রাচীন আরব কোথায় ছিল?


Follow Us in Our Youtube Channel: GEONATCUL


Leave a Reply