প্রাথমিক তথ্য | Primary Data
October 12, 2019
কোন গবেষণা কাজের জন্য যে সব তথ্য সরাসরি মূল উৎস থেকে সংগ্রহ করা হয়, সে সব তথ্যকে প্রাথমিক তথ্য (primary data) বলে। অর্থাৎ গবেষণা কাজের জন্য সরেজমিনে প্রথমবারের সংগৃহীত তথ্যই হল প্রাথমিক তথ্য। উদাহরণস্বরূপ- প্রশ্নপত্র জরিপ, ভূমি জরিপ প্রভৃতির মাধ্যমে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়ে থাকে।