প্লায়া হ্রদ | Playa Lake
স্প্যানিশ ভাষার শব্দ প্লায়া (playa), যার বাংলা ভাষায় অর্থ হল ‘লবনাক্ত হ্রদ’। প্লায়া হ্রদ [Playa Lake] বলতে এরূপ হ্রদকে বুঝায়, যে হ্রদ মরুভূমির নিম্নভূমিতে বৃষ্টির পানি জমে সৃষ্টি হয়। এসব হ্রদের অধিকাংশই লবণাক্ত এবং অস্থায়ী প্রকৃতির হয়ে থাকে। সাধারণত মরু অঞ্চলের উঁচু ভূমি বা পর্বতবেষ্টিত স্থানে বৃষ্টির পানির কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী গড়ে ওঠে। তার কেন্দ্রে প্লায়া হ্রদ অবস্থান করে। শুকনো অবস্থায় এর উপরিভাগে চকচকে লবনের স্তর থাকে। এরূপ স্থানে লবনের আধিক্যের কারণে, একে স্যালিনাও বলে। প্লায়া হ্রদের আয়তন কয়েক বর্গ মিটার থেকে কয়েক বর্গ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। উদাহরণস্বরূপ- শটস নামে পরিচিত এ প্রকারের হ্রদ আফ্রিকার আটলাস অঞ্চলে এবং আলজেরিয়ার মালভূমিতে দেখা যায়। এ প্রকারের হ্রদ মেক্সিকোতে বোলসন ও যুক্তরাষ্ট্রে স্যালিনা নামেও পরিচিত। ভারতের রাজস্থানের সম্বর অন্যতম আদর্শ প্লায়া হ্রদ ।
![]() |
চিত্র -১: প্লায়া হ্রদ। সূত্র: PROTECTING OUR PRECIOUS PLAYAS |
![]() |
চিত্র -২: যুক্তরাষ্ট্রের নেভাডার ব্লাক রক মরুভূমি অঞ্চলের প্লায়া হ্রদ। |
সংকলক: মো. শাহীন আলম।