বালিয়াড়ি | Dune
বালিয়াড়ি [Dune] বলতে সাধারণত সমুদ্র সৈকতের কিংবা নদ-নদীর তীরে বালিপূর্ণ উচ্চ ভূমিকে বুঝায়। অর্থাৎ সমুদ্র সৈকতে কিংবা মরুভূমিতে বালি (sand) জমে পাহাড়ের মত ছোট ছোট ভূমিরূপের সৃষ্টি হয়, সৃষ্ট এসব ভূমিরূপকে বালিয়াড়ি বলা হয়। শুষ্ক বালি রাশি বায়ু প্রবাহের মাধ্যমে অন্যত্র অপসারিত হওয়ার সময় কোন স্থানে বাধাপ্রাপ্ত হলে সে স্থানে বালি ধীরে ধীরে জমে স্তুপ আকারে বালিয়াড়ির সৃষ্টি হয়। বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকতের স্থানে স্থানে বালিয়াড়ির মত ভূমিরূপ দেখতে পাওয়া যায়।
আবার, আফ্রিকার পশ্চিম সাহারা মরুভূমিতে এক ধরনের বালিয়াড়ি দেখা যায়। এখানকার বায়ু সাধারণত একটি নির্দিষ্ট কোণে প্রবাহিত হয়। ফলে এ মরু এলাকায় বালিয়াড়িসমূহ বায়ুপ্রবাহের সাথে আড়াআড়িভাবে সৃষ্টি হতে দেখা যায়। এরূপ বিশিষ্টতার জন্য পশ্চিম সাহারার এসব বালিয়াড়িকে ফরাসি ভাষায় অ্যাকেল (akle) বলা হয়। [সংকলিত]
image source: www.nationalgeographic.org/encyclopedia/dune/