বিজ্ঞান | Science
বিজ্ঞান [Science] হল বিশেষ এক প্রকারের জ্ঞান। আর জ্ঞান হল কোন কিছু সম্পর্কিত তথ্য। বায়ু, মাটি, পানি, জীব ও জড় সম্পর্কিত তথ্য কম বেশি অনেকের জানা আছে। এ বায়ু, মাটি, পানি, জীব এবং জড় হল প্রকৃতির উপাদান (components of nature) বা প্রাকৃতিক পরিবেশের অংশ। আবার বৃষ্টিপাতের প্রক্রিয়া, উদ্ভিদের খাদ্য উৎপাদন প্রক্রিয়া প্রভৃতি সম্পর্কিত বিভিন্ন প্রাকৃতিক ঘটনার তথ্য কম বেশি অনেকের জানা আছে। সুতরাং প্রকৃতি (nature) এবং প্রাকৃতিক ঘটনা (natural event) সম্পর্কিত জ্ঞানই হল বিজ্ঞান।
তবে প্রকৃতি সম্পর্কিত যে কোন তথ্যই বিজ্ঞান নয়। কোন ব্যক্তি যদি কোন প্রকৃতির উপাদান বা প্রাকৃতিক ঘটনা সম্পর্কে নিজের মনগড়া ব্যাখ্যা দেয়, তা বিজ্ঞান নয়। বিজ্ঞানের (science) জ্ঞান হতে হলে তা পরীক্ষা বা পর্যবেক্ষণ করে পেতে হয় কিংবা পরীক্ষা বা পর্যবেক্ষণ মাধ্যমে প্রাপ্ত তথ্য দ্বারা সমর্থিত হতে হয়। উদাহরস্বরূপ – বৃষ্টিপাতের প্রক্রিয়া নিয়ে গল্প আকারে প্রদত্ত ব্যাখ্যা বিজ্ঞান নয়। কারণ, এ ব্যাখ্যা কোন পরীক্ষা-নিরীক্ষা থেকে প্রাপ্ত নয় বা কোন পরীক্ষা একে সমর্থন করে না। সুতরাং পরীক্ষা-নিরীক্ষা, পর্যবেক্ষণ ও যুক্তির মাধ্যমে বিজ্ঞানের জ্ঞান অর্জিত হয়। সুতরাং বিজ্ঞান হল প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত জ্ঞান, যা পরীক্ষা-নিরীক্ষা, পর্যবেক্ষণ ও যুক্তির মাধ্যমে প্রাপ্ত বা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সমর্থিত এবং যার একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি রয়েছে। [সংকলিত]