বিভিন্ন রোগের নাম ও পরিভাষা

আমাদের নিজেদের বা কারো শরীরে কোন রোগ সংক্রমিত হলে আমরা চিকিৎসকের কাছে যাই এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর যখন আমাদের রোগ সনাক্ত করা হয়, তখন আমরা সেই রোগের নাম শুনে অনেক সময় বুঝতে পারিনা যে, ঠিক কোন রোগ হয়েছে। এক্ষেত্রে আমাদের এ সমস্ত রোগ/প্রদাহ সম্পর্কে ধারণা থাকলে, আমাদের বুঝতে সহজ হবে এবং  ঐ রোগ সম্পর্কে আমাদের জ্ঞান থাকবে। আর তাই রোগের বিষয়ে অবগত থাকার জন্য নিম্নে কিছু রোগ/প্রদাহ উল্লেখ করা হলো:

1. গ্লসাইটিস (Glossitis): Inflammation of tongue (জিহ্বার প্রদাহ)।

2. প্যারোটাইটিস (Parotitis): Inflammation of parotid gland (মানুষের মুখের উভয় পাশে অবস্থিত প্রধান লালাগ্রন্থির প্রদাহ)।

3. জিঞ্জিভাইটিস (Gingivitis): Inflammation of gums (মাড়ির প্রদাহ)।

4. গ্যাস্ট্রাইটিস (Gastritis): Inflammation of stomach (পেটের প্রদাহ বা পাকস্থলীর প্রদাহ)।

5. ওটিটিস মিডিয়া (Otitis media): Inflammation of middle ear (মধ্য কানের প্রদাহ)।

6. কনজাংটিভাইটিস (Conjunctivitis): Inflammation of conjunctiva (কনজাংটিভার বা চোখের সাদা অংশের বাহিরের স্তরের প্রদাহ)।

7. মেনিনজাইটিস (Meningitis): Inflammation of meninges (মস্তিষ্কপর্দার প্রদাহ)।

8. আর্থ্রালজিয়া (Arthralgia): Pain in the joint (জয়েন্টে ব্যথা)।

9. আর্থ্রাইটিস (Arthritis): Pain and swelling of the joint (জয়েন্টে ব্যথা এবং ফোলাভাব)।

10. স্টোমাটাইটিস (Stomatitis): Inflammation of mucous membrane and mouth (মুখ ও ঠোঁটের প্রদাহ)।

11. প্যানক্রিয়াটাইটিস (Pancreatitis): Inflammation of pancreas (অগ্ন্যাশয়ের প্রদাহ)।

12. হেপাটাইটিস (Hepatitis): Inflammation of liver (লিভারের প্রদাহ)।

13. অ্যাপেন্ডিসাইটিস (Appendicitis): Inflammation of vermiform appendix (ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সের প্রদাহ)।

14. ডাইভার্টিকুলাইটিস (Diverticulitis): Inflammation of diverticuli (ডাইভার্টিকুলির প্রদাহ/ ডাইভার্টিকুলা বা ছোট থলি এ এক বা একাধিক থলি ফুলে বা সংক্রমিত হয়ে পড়ে)।

15. এন্ডোকার্ডাইটিস (Endocarditis): Inflammation of endocardium (এন্ডোকার্ডিয়ামের প্রদাহ বা হৃৎপিণ্ডের অভ্যন্তরীণ স্তর বা হার্টের ভালভের প্রদাহ)।

16. মায়োকার্ডাইটিস (Myocarditis): Inflammation of myocardium (হৃদযন্ত্রের পেশীতে প্রদাহ)।

16. পেরিকার্ডাইটিস (Pericarditis): Inflammation of pericardium (পেরিকার্ডিয়ামের বা হৃৎপিন্ডের আবরণের প্রদাহ)।

17. ডার্মাটাইটিস (Dermatitis): Superficial inflammation of skin (ত্বকের উপরিভাগের প্রদাহ)।

18. নিউরাইটিস (Neuritis): Inflammation of nerve (স্নায়ুর প্রদাহ)।

19. টনসিলাইটিস (Tonsillitis): Inflammation of tonsils (টনসিলের প্রদাহ)।

20. নিউমোনিয়া (Pneumonia): Inflammation of lung parenchyma (ফুসফুসের প্যারেনকাইমার প্রদাহ)।

21. এপিস্ট্যাক্সিস (Epistaxis): Bleeding from nose (নাক থেকে রক্তপাত)।

22. হেমোপটাইসিস (Hemoptysis): Coughing of blood (কাশিতে রক্ত ​​পড়া)।

23. হেমাটোমাসিস (Hematomasis): Vomiting of blood (রক্ত ​​বমি হওয়া)।

24. মেলিনা (Melena): Blood in stool (মলে রক্ত।)

25. হেমাচুরিয়া (Hematuria): Blood in urine (প্রস্রাবে রক্ত)।

26. পেওরিয়া (Pyorrhea): Pus formation in the socket of teeth (দাঁতের সকেটে পুঁজ তৈরি হয়)।

27. অ্যানোরেক্সিয়া (Anorexia): Loss of appetite (ক্ষুধা হ্রাস)।

28. হ্যালিটোসিস (Halitosis): Foul breath/ bad breath (নিঃশ্বাসে দুর্গন্ধ)।

29. প্লুরাল ইফিউশন (Pleural effusion): Collection of fluid in pleural cavity (প্লুরাল ক্যাভিটিতে/ফুসফুসের চারপাশে অস্বাভাবিক পরিমাণে তরল জমা হওয়া)। [ইশরাত জাহান মিম]


সহায়িকা: Sheikh Md. Zahirul Alam (Ph.D), Inspire, Fundamentals Of Nursing, (DNSM) 1st year, Tamanna Publications, Dhaka, Page: 152.


রোগের নামের তালিকা


Follow Us on Our YouTube channel: GEONATCUL


Leave a Reply