বিমানচিত্র | Aerial Photograph
March 12, 2021
বিমানচিত্র [Aerial Photograph] বলতে সাধারণত বিমানের (airplane) সাহায্যে আকাশ থেকে ভূ-পৃষ্ঠের যে কোন অংশের ধৃত ছবি বা আলোকচিত্রকে বুঝায়। আবার বিমানচিত্রকে আকাশধৃত ভূচিত্র বা আকাশ আলোকচিত্রও বলা হয়। সাধারণত বিমানচিত্র লম্বালম্বিভাবে বা উলম্বভাবে ধারণ করা হয়। বিমানচিত্রগুলোতে আগের আলোকচিত্র এবং পরের আলোকচিত্র ধারণের মধ্যে ২০-২৫% অধিক্রম (overlap) থাকে। উলম্ব বিমানচিত্রে বিমানের ক্যামেরার ল্যান্সের অবস্থান থাকে সরাসরি ভূমির উপরে। তীর্যক বিমানচিত্রে বিমানের ক্যামেরার ল্যান্সের অবস্থান থাকে বাঁকাভাবে ভূমির উপরে। বর্তমানে বিমানচিত্র বা আকাশ আলোকচিত্র ধারণে বিমানের পাশাপাশি উন্নতমানের ড্রোন প্রযুক্তি ব্যবহার করা হয়। [সংকলিত]