বিষমমণ্ডল | Heterosphere

বিষমমণ্ডল [Heterosphere] বলতে সাধারণত পৃথিবীর বায়ুমণ্ডলের প্রায় ৮০ কিলোমিটারের ঊর্ধ্বের অংশে বিষমভাবে অবস্থিত বিভিন্ন বায়বীয় উপাদানের স্তরসমূহকে বুঝায়। অর্থাৎ বায়ুমণ্ডলের নিম্নস্তরে বায়ুর বিভিন্ন উপাদান সুষমভাবে এবং আনুপাতিক হারে মিশ্রিত অবস্থায় বিরাজ করে। সমমণ্ডল (homo-sphere) নামে পরিচিত বায়ুমণ্ডলের এ সুষম অবস্থাটি ভূ-পৃষ্ঠ থেকে ৮০ কিলোমিটার ঊর্ধ্ব পর্যন্ত পরিলক্ষিত হয়। এরপর থেকে বায়ুর উপাদানসমূহ সুষমভাবে এবং আনুপাতিক হারে মিশ্রিত অবস্থায় বিরাজ করে না। একারণে বায়ুমণ্ডলের ৮০ কিলোমিটার উর্ধ্বে অবস্থিত এ স্তরটিকে বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার বলে। বিষমমণ্ডলে আলাদা আলাদা বায়বীয় পদার্থ নিয়ে গঠিত ৪টি সুস্পষ্ট বায়বীয় স্তর পরিলক্ষিত হয়। যেমন- 

১. নাইট্রোজেন স্তর: নাইট্রোজেন অণু দিয়ে গঠিত আণবিক নাট্রোজেনের এ স্তরটি বিষমমণ্ডলের ৮০ থেকে ১১০ কিলোমিটার (প্রায়) ঊর্ধ্ব পর্যন্ত বিস্তৃত থাকে;

২. অক্সিজেন স্তর: অক্সিজেন অণু দিয়ে গঠিত পারমাণবিক অক্সিজেনের এ স্তরটি বিষমমণ্ডলের ১১০ থেকে ৯২৫ কিলোমিটার (প্রায়) ঊর্ধ্ব পর্যন্ত বিস্তৃত থাকে; 

৩. হিলিয়াম স্তর: এ স্তরটি বিষমমণ্ডলের ৯২৫ থেকে ২৪০০ কিলোমিটার (প্রায়) ঊর্ধ্ব পর্যন্ত বিস্তৃত থাকে; এবং

৪. পারমাণবিক হাইড্রোজেন স্তর: এ স্তরটি বিষমমণ্ডলের ২৪০০ কিলোমিটার (প্রায়) থেকে ঊর্ধ্ব আকাশে বিস্তৃত থাকে।  [সংকলিত]


 Heterosphere  


 

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *